করোনা আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২৪ হাজার ৫৪৭ জন প্রাণ হারালেন এই ভাইরাসে।
মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৭ হাজার ৫৩৫ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ আক্রান্ত হলেন।
এতে জানানো হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৫০ জন। এ পর্যন্ত মোট ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন সুস্থ হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৮৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ২৭৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ১৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৪ লাখ ৮০ হাজার ৮১৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।
ঢাকা ব্যুরো চীফ,১৭ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur