দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় চাঁদপুর হাজীগঞ্জের যুবক মহিন উদ্দিন (২৪) নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন।
বাংলাদেশ সময় রোববার রাত ১২টার দিকে আবু সাকারায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিন উদ্দিন হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর (উ.) ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের ছফিউল্যার ছেলে। মহিন উদ্দিন দুবাইর আবুদাবিতে থাকতেন। তিনি সেখানে ফার্নিচার ও পর্দার কাপড় সাপ্লাইয়ের কাজ করতেন। মহিন নতুন বিয়ে করেই ছুটি কাটিয়ে দ্বিতীয়বার দুবাই গিয়েছিলেন।
স্থানীয় বাসিন্দা মীর হোসেন জানান, মহিন উদ্দিনরা তিন ভাই চার বোন। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
নিহত মহিন উদ্দিনের বাবা সফিউল্যাহ জানান, ছেলেকে বিয়ে করিয়েই বিদেশ পাঠিয়েছি। তার ভাগ্য এমন হবে ভাবতেও পারিনি। ঘটনার পরপরই আমরা সহকর্মীদের মাধ্যমে খবর পেয়েছি। এখন শুধু ছেলের লাশটা চাই।
হাজীগঞ্জ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur