জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালে ১৫ আগস্ট ঘাতকদের হাতে সহপরিবারের নিহতের ৪১তম শোক দিবস দেশব্যাপী পালিত হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার হাজীগঞ্জের ৬নং বড়কূল পূর্ব ইউনিয়নের বেলঁচো বাজারে শোকসভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অনুষ্ঠানের আয়োজক সাবেক ছাত্র নেতা, ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক আহসান হাবীব ও সঞ্চলনা করেন, সাবেক ছাত্র নেতা জিএস ইমরান।
এ সময় বক্তব্যে রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মফিজুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শামসুদ্দিন মিয়াজী, সাবেক ছাত্রনেতা ফয়শাল, আওয়ামী লীগ নেতা এমদাদ হোসেন তফদার ও আবুল কাশেম প্রমুখ।
এ সময় ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শোক দিবস অনুষ্ঠানে যোগ দেন।
নিজস্ব প্রতিবেদক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur