চাঁদপুরের কচুয়া উপজেলার দোয়াটি গ্রামের সিএনজি চালক লোকমান হোসেনের মাদ্রাসা পড়ুয়া ছেলে নাছির হোসেন (১৪) টানা ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার পরিবার নাছির হোসেন বাড়ি ফিরে আসার অপেক্ষার প্রহর গুনছেন।
ছেলেকে না পেয়ে তার বাবা লোকমান হোসেন শনিবার কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছেন। যার নং- ৬২০,তাং-১৪.০৮.২০২১।
মাদ্রাসা ছাত্র নাছির হোসেনের বাবা লোকমান হোসেন বলেন,আমার ছেলে কচুয়া উপজেলার রাগদৈল ইসলামিয়া জামিয়া কওমী মাদ্রাসায় কিতাব বিভাগে পড়াশুনা করছেন। সে গত ৭ আগস্ট নিজ বাড়ি দোয়াটি থেকে রাগদৈল মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। তাকে ৭দিন ধরে খোজাঁখুজি করেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।
ছেলের সন্ধান পেতে পুলিশ প্রশাসন ও মিডিয়াসহ সকলের সহযোগিতা কামনা করেনে তার পরিবার। কোন সু-হৃদয়বান ব্যক্তি ছেলেটির খোঁজ পেলে তার বাবা ০১৮৬৬-৫৭৫৩০৫ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ১৪ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur