চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও হতে চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজার পর্যন্ত রাস্তার প্রায় ১ কিলোমিটার অংশে বেহাল ধশা বিরাজ করছে। নিয়মিত সংস্কার কাজ না করায় বর্ষা মৌসুমে অতি বৃষ্টিতে ভেঙ্গে রাস্তার অস্তিত্ব হারাতে বসেছে।
হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের এ রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। তাই চলাচল করতে গিয়ে প্রতিনিয়িত পথচারী ও যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
রাস্তাটি হাজীগঞ্জ, মতলব দক্ষিণ এবং চাঁদপুর সদর উপজেলা হয়ে মহামায়া এসে পৌছেছে। রাজারগাঁও বাজার হতে মহামায়া বাজার পর্যন্ত এক কিলোমিটারের মতো রাস্তার নাজুক অবস্থায় সিএনজি,অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থান দেবে গর্তের সৃষ্টি হয়েছে।
এমনকি সড়কের পিচ, সুরকি, ইট উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই ওইসব গর্তে পানি আটকে থাকে। এতে যানবাহন দুর্ঘটনায় কবলিত হয়। বিশেষ করে এখানকার স্কুল ও কলেজের হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। এ রাস্তা দিয়ে তাদের চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয় সাধারণের দাবী, জরুরি ভিত্তিতে রাস্তা সংস্ক্র করা হোক। তা না হলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটেই চলাচল করা অসম্ভব। কাদার গর্তে পিছলে পড়ে প্রায়ই পথচারীরা হাত-পা ভাঙ্গাসহ মারাত্মক আঘাত পেয়ে থাকেন।
এই রাস্তাটি সংস্কার হলে এখনকার মানুষজন এবং যানবাহন সহজেই মহামায়া সড়কে আসতে পারবেন। এমতাবস্থায় সড়কটি পাকা করে এলাকাবাসীর ভোগান্তি দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ।
এ ব্যাপারে রাজারগাঁও ইউপি চেয়ারম্যান আবদুল হাদী মিয়া বলেন, একাধিকবার রাস্তার পরিমাপ নিয়ে উপরস্থ কার্যালয়ে পুণসংস্কার এর জন্য পাঠানো হয়েছে । কিন্তু কাজ সম্পাদন করা এখন পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি।
স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur