কচুয়া উপজেলার মাঝিগাছা দক্ষিণ বাজারে দিন-দুপুরে (প্রকাশ্যে) সার্থী ডিজিটাল ষ্টুডিওতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
১৩ আগস্ট শুক্রবার দুপুর ১২টার দিকে দোকান মালিক অঞ্জুন চক্রবর্তী দোকান বন্ধ করে বাড়িতে গেলে দুপুরের পর দোকান খুলতে এসে চুরির এ দৃশ্য দেখতে পায়। এ ঘটনায় দোকান মালিক অঞ্জুন চক্রবর্তী বাদী হয়ে শুক্রবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদীর লিখিত অভিযোগ ও স্থানীয় বাজার ব্যবসায়ী সূত্রে জানা গেছে, কচুয়া উপজেলার মাঝিগাছা দক্ষিণ বাজারের সাথী ডিজিটাল স্টুডিও এন্ড ভিডিও ব্যবসায়ী অঞ্জুন চক্রবর্তী দীর্ঘ কয়েক বছর যাবত মাঝিগাছা দক্ষিণ বাজারে স্টুডিও ব্যবসা সহ অন্যান্য ব্যবসা পরিচালনা করে আসছেন।
অন্যান্য সময়ের মতো শুক্রবার জুমা নামাজের দিন বেলা ১২টার দিকে অঞ্জুন চক্রবর্তী দোকান বন্ধ করে তালা দিয়ে বাড়িতে চলে যান। দুপুরের পর অনুমান ৩টার দিকে দোকান খুলতে এসে তার দোকানের সাটার খোলা অবস্থা দেখতে পায়।
পরে স্থানীয় আশ আশের ব্যবসায়ী ও লোকজনের সহযোগিতায় দোকানে প্রবেশ করে দেখা যায় অজ্ঞাত চোরের দল তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে দোকানের ক্যাশে থাকা নগদ ৪৫ হাজার টাকা, ১টি ক্যামেরা,গ্রামীণ,রবি দুটি ডিভাইস ১টি স্যামসাং মোবাইল সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
ব্যবসায়ী অঞ্জুন চক্রবর্তী জানান, গত ২০ বছরেও এ ধরনের ঘটনা হয়নি। তবে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তিনি কিছুই বলতে পারেননি। এসময় তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন এমনিতে করোনায় ক্লান্তিলগ্নে ব্যবসা বানিজ্য নিয়ে খুব খারাপ পর্যায়ে রয়েছি। অন্যদিকে দোকানে চুরি হওয়ায় বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋন ও পাওনাদারের অর্থ ফেরত দেয়া নিয়ে খুবই উদ্বিগ্ন আছি। আমি আমার দোকানের চুরির ঘটনায় জড়িত চোরদের সনাক্ত করে তদন্তপূর্বক গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানাই। এদিকে প্রকাশ্যে দিবালোকে মাঝিগাছা বাজারে দু:সাহসিক চুরির ঘটনায় আতংকে রয়েছে ব্যবসায়ীরা।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, দোকানে চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৩ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur