Home / সারাদেশ / চীনের উপহার: দেশে আরও ১০ লাখ ডোজ টিকা আসছে
tika

চীনের উপহার: দেশে আরও ১০ লাখ ডোজ টিকা আসছে

চীন থেকে উপহার হিসেবে পাঠানো ১০ লাখ ডোজ করোনাভাইরাস টিকা ঢাকায় আসছে আজ। ঢাকায় নিযুক্ত চী‌না উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

হুয়ালং ইয়ান তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন, বাংলাদেশি ভাইবোনদের জন্য পাঠানো টিকার ১০ লাখ ডোজ বর্তমানে তিয়ানজিন বিমানবন্দরে রয়েছে।

তিনি আরও লিখেছেন, আজ সন্ধ্যা নাগাদ সেই টিকা ঢাকায় পৌঁছাতে পারে।

এর আগে গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সব মিলিয়ে ১১ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন।

এছাড়া কোভ্যাক্সের আওতায় তিন চালানে সিনোফার্ম থেকে দেশে এসেছে ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা। আর সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা এখন পর্যন্ত ৭০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত চীন থেকে ১ কোটি ১৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে। কাল শনিবার (১৪ আগস্ট) সিনোফার্ম থেকে কেনা টিকার ১০ লাখ ডোজ আসবে।

ঢাক চীফ ব্যুরো, ১৩ আগস্ট, ২০২১;