কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিসের তথ্যানুযায়ী ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৪ জন। এ নিয়ে এই জেলায় করোনয় মোট মারা গেছে ৮৩৩ জন।
এদিকে জেলায় নতুন করে আক্রান্ত ২৮২ জন।
কুমিল্লা সিটিকর্পোরেশনে আক্রান্ত হয়েছে ৭৩ জন।
জেলায় মোট করোনা আক্রান্ত ৩৫ হাজার ২৯৩ জন। ২৪ ঘন্টায় সুস্থ ৫১৩ জন। জেলায় মোট সুস্থ ১৯ হাজার ৭৭৮ জন। জেলায় আক্রান্তের হার ২৬.০১ শতাংশ।
কুমিল্লার সিভিলসার্জন ডা. মো: মীর মোবারক হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন। সিভিলসার্জন জানান, করোনা প্রতিরোধে সর্বত্র সচেতনতামূলক কর্মকান্ড অব্যাহত রয়েছে। জনগণকে সচেতন হওয়ার বিকল্প নেই।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল, ১২ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur