চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী মাদ্রাসাতুন নববী খামপাড় দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মাসুম বিল্লাহ (৩৮) করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)।
১১ আগস্ট বুধবার কুমিল্লা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মেহার উত্তর ইউনিয়নের শেখকুনি গ্রামের মাওলানা ফজলুল হক আনসারী বড় ছেল।
মৃত্যুকালে তিনি স্ত্রী , এক ছেলে,পিতা, মাতা আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাওলানা মাসুম বিল্লাহ ঐতিহ্যবাহী কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা ও ভোলদিঘী কামিল মাদ্রাসা থেকে পড়ালেখা শেষ করেন। মাওলানা মাসুম বিল্লাহর মৃত্যুতে পরিবার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব শিক্ষক পরিবার ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
ঐদিন বাদ জোহর মরহুমের নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রতিবেদক: মো.জামাল হোসেন, ১১ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur