ঈদুল আজহার তৃতীয় দিন থেকে চলা কঠোর লকডাউন বা বিধিনিষেধের ১৯ দিনে ৭ হাজার ৫৬৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিধিনিষেধ লঙ্ঘন করায় তাদের গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ৮৪৩ জনকে ৩১ লাখ ১১ হাজার ৯৩৫ টাকা লাখ টাকা জরিমানা করা হয়েছে।
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে গত ১ জুলাই থেকে শুরু হয় কঠোর লকডাউন বা বিধিনিষেধ। পরে ঈদুল আজহা উপলক্ষে এটি শিথিল করা হয়। তবে ঈদের তৃতীয় দিন ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবার কঠোর বিধিনিষেধ দেওয়া হয়।এরপর আরেক দফা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়, যা আজ (মঙ্গলবার) রাত ১২টায় শেষ হচ্ছে।কাল (বুধবার) থেকে প্রায় সবই খুলছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
বিধিনিষেধ চলাকালে বিনা কারণে যারা ঘর থেকে বের হয়েছেন, তাদেরই গ্রেফতার করা হয়। শারীরিক শাস্তি দেওয়া ছাড়াও করা হয় আর্থিক জরিমানা।
ডিএমপি সূত্রে আরও জানা গেছে, বিধিনিষেধ চলাকালে যান চলাচলের নিয়ম অমান্য করায় ৮ হাজার ৩৫০টি গাড়িকে ১ কোটি ৯৩ লাখ ৯২ হাজার টাকা জরিমানা করে ডিএমপি ট্রাফিক বিভাগ।
ঈদুল আজহার তৃতীয় দিন থেকে চলা কঠোর লকডাউন বা বিধিনিষেধের ১৯ দিনে ৭ হাজার ৫৬৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিধিনিষেধ লঙ্ঘন করায় তাদের গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ৮৪৩ জনকে ৩১ লাখ ১১ হাজার ৯৩৫ টাকা লাখ টাকা জরিমানা করা হয়েছে।
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে গত ১ জুলাই থেকে শুরু হয় কঠোর লকডাউন বা বিধিনিষেধ। পরে ঈদুল আজহা উপলক্ষে এটি শিথিল করা হয়। তবে ঈদের তৃতীয় দিন ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবার কঠোর বিধিনিষেধ দেওয়া হয়।এরপর আরেক দফা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়, যা আজ (মঙ্গলবার) রাত ১২টায় শেষ হচ্ছে।কাল (বুধবার) থেকে প্রায় সবই খুলছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
বিধিনিষেধ চলাকালে বিনা কারণে যারা ঘর থেকে বের হয়েছেন, তাদেরই গ্রেফতার করা হয়। শারীরিক শাস্তি দেওয়া ছাড়াও করা হয় আর্থিক জরিমানা।
ডিএমপি সূত্রে আরও জানা গেছে, বিধিনিষেধ চলাকালে যান চলাচলের নিয়ম অমান্য করায় ৮ হাজার ৩৫০টি গাড়িকে ১ কোটি ৯৩ লাখ ৯২ হাজার টাকা জরিমানা করে ডিএমপি ট্রাফিক বিভাগ।
ঢাকা ব্যুরো চীফ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur