চাঁদপুরের কচুয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে বশির উল্ল্যাহ চৌধুরী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১০ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলার দেবীপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত যুবক ওই গ্রামের আব্দুর রহমান চৌধুরীর ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিবেশী চাচতো ভাই সফিক চৌধুরীর ঘর থেকে স্টিলের আলমারী বের করার কাজে সহযোগিতা করতে গিয়ে বৈদ্যুতিক তারে আকস্মিকভাবে জড়িয়ে যায়।
এসময় তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথিমধ্যে মারা যান তিনি। বশির উল্ল্যাহ চৌধুরী দু’বছর আগে প্রবাস থেকে দেশে ফিরেন। তার স্ত্রী ও ১ সন্তান সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, বিদ্যুৎস্পৃষ্টে বশির উল্ল্যাহ নামের ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই বলে তারা জানান।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ১০ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur