চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার-নায়েরগাঁও সংযুক্ত বোয়ালজুড়ি খালে প্রাকৃতিক উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করলেন ইসলামী বক্তা মাও.রফিক উল্লাহ আফসারী। তিনি সোমবার বিকালে সাচার উত্তর বাজার ব্রীজ সংলগ্ন প্রাকৃতিক উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করেন।
রফিক উল্লাহ আফসারী চাঁদপুর টাইমসকে বলেন,আমরা মাছে ভাতে বাঙ্গালী ও আমিষের চাহিদা মেটাতে প্রতিটি এলাকায় উন্মুক্ত জলাশয়ে অন্তত এক কেজি করে হলেও মাছের পোনা অবমুুক্ত করতে হবে। আমরা আজকে এ এলাকার ছোট পরিসরে এ কর্মসূচির উদ্বোধন করে গেলাম । সুযোগ পেলে ভবিষ্যতে ব্যাপক পরিসরে করার চেষ্টা করব। তিনি এসময় প্রতিটি মসজিদ ও মাদ্রাসার ইমাম ও শিক্ষকদের এ কাজে এগিয়ে আসতে আহবান জানান।
তরুণ ইসলামী আলোচক মোহাম্মদ মাসুম বিল্লাহ আল মাদানীর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন,শাজুলিয়া দরবার শরীফের পীর হযরত মাওলানা আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলী,সাচার বাজার আসসাফা জামে মসজিদের খতিব হাফেজ মো. দেলোয়ার হোসেন,সাংবাদিক জিসান আহমেদ নান্নু, মুন্সী সাইদুল বাসার সিদ্দিকী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৯ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur