চাঁদপুরে একদিনে আরও ২২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ৬০২টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৩৬.৭১%। একই দিনে করোনায় মারা গেছেন ৩জন।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৭৪জন, হাজীগঞ্জের ৩১জন, ফরিদগঞ্জের ৪২জন, মতলব উত্তরের ৭জন, মতলব দক্ষিণের ২৯জন, হাইমচরের ২১ ও শাহরাস্তির ১৭জন রয়েছেন।
একই দিনে ১৫৮জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫২জন, ফরিদগঞ্জের ২১জন, হাজীগঞ্জের ১৩জন, মতলব দক্ষিণের ৮জন, কচুয়ার ১১জন, মতলব উত্তরের ৬জন, শাহরাস্তির ২৮জন ও হাইমচরের ১৯জন।
নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২২৫৮জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৬জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৭৮২২জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪২৪০জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১০৯জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।
চাঁদপুর করেসপন্ডেট