চাঁদপুরের কচুয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের ঘরে ঘরে গিয়ে অক্সিজেন সিলিন্ডার পৌছে দিচ্ছেন ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রত্যাশী মো. বাবুল সরদার। সাবেক সচিব,এনবিআরের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব গোলাম হোসেনের নির্দেশে করোনা আক্রান্ত রোগীরা
অক্সিজেন সংকটে ভোগলে অক্সিজেন সেবার জন্য ফোন করলেই ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামের আক্রান্তদের ঘরে গিয়ে অক্সিজেন সেবা প্রদান করেন তিনি।
চেয়ারম্যান প্রত্যাশী মো. বাবুল সরদার বলেন,পালাখাল মডেল ইউনিয়নের কোভিড আক্রান্ত রোগীরা যেন অক্সিজেন সংকটে না পড়ে তাই আওয়ামীলীগ নেতা আলহাজ্ব গোলাম হোসেনের নির্দেশে ঘরে ঘরে গিয়ে অক্সিজেন সিলিন্ডার পৌছে দিচ্ছি।
আমাদের এ ইউনিয়নের কোভিড আক্রান্ত হয়ে কেউ যাতে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে। এ ইউনিয়নের কোন কোভিড আক্রান্ত রোগীর জন্য যদি অক্সিজেন সেবা প্রয়োজন হয় আমার ০১৮১৭-০৭২৫৯১ এ নাম্বারে কল দিলেই আমি অক্সিজেন সিলিন্ডার পৌছে দিব।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur