Home / চাঁদপুর / চাঁদপুরে বিভিন্ন মসজিদে করোনা মুক্তির জন্য দোয়া
মসজিদে

চাঁদপুরে বিভিন্ন মসজিদে করোনা মুক্তির জন্য দোয়া

পবিত্র জুমার দিনে চাঁদপুরের বিভিন্ন মসজিদে, মসজিদে করোনা মুক্তির জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে। ৬ আগস্ট শুক্রবার বাদ জুমা চাঁদপুর শহরের প্রায় সব কটি মসজিদে মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

গত বছরের মার্চ মাস থেকে চাঁদপুরে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকেই চাঁদপুরে দিন, দিন এর সংক্রমণ বৃদ্ধি পেতে থাকে। বিশেষ করে করোনার দ্বিতীয় ধাপে চাঁদপুরে করোনা সংক্রমন ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিদিনই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করছেন করোনায় আক্রান্তরা। একই সাথে করোনার উপসর্গ নিয়েও অনেকে মৃত্যুবরণ করছেন। বর্তমানেও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে শত শত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন… চাঁদপুরে করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু

গত কয়েক মাস ধরে চাঁদপুরে মহামারী করোনা সংক্রমনের এমন ভয়াবহতা নিয়ে অনেক আতঙ্কে রয়েছে চাঁদপুরবাসী। আর এই মহামারী থেকে মুক্তি পেতে প্রায় প্রতিদিনই প্রতি ওয়াক্ত নামাজে চাঁদপুরের বিভিন্ন মসজিদ গুলোতে করোনা মুক্তির জন্য দীর্ঘ প্রার্থনা করা হয়।

চাঁদপুরে এই মহামারী দুর্যোগ থেকে মুক্তি পেতে এবং যারা করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছেন। তাদের রোগমুক্তি কামনা করে শুক্রবার জুমার নামজের পর মসজিদ গুলোতে বিশেষ দোয়া করা হয়। এরমধ্যে চাঁদপুর শহরের বায়তুল আমিন জামে মসজিদ, পুরান বাজার জামে মসজিদ, চাঁদপুর কালেক্টরেট জামে মসজিদ, বেগম জামে মসজিদ, মসজিদে গৌরে- গরিবা, শাহী জামে মসজিদ, চৌধুরী জামে মসজিদ সহ চাঁদপুরের প্রায় সবকটি মসজিদেই করোনা মুক্তির জন্য মহান রাব্বুল আলামিনের কাছে বিশেষ প্রার্থনা করা হয়েছে বলে জানা গেছে।

একই সাথে অধিকাংশ মসজিদে পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় তার সুস্থ্তার জন্যও দোয়া করা হয়।

চাঁদপুর কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা মোশারফ হোসেন বলেন, চাঁদপুর কালেক্টরেট জামে মসজিদে জুমার নামজের পর মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। চাঁদপুর জেলায় দিন দিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জুমার নামাজের পর চাঁদপুর পৌরসভার মেয়র মহোদয় এডভোকেট জিল্লুর রহমান জুয়েল,সহ সকল করোনা রোগীর জন্য মুসল্লিদের নিয়ে দোয়া করা হয়।

দোয়ারত অবস্থায় সকল মুসল্লিদের মাঝে এক আবেগময় পরিবেশ সৃষ্টি হয়। সকলেই মহা রবের কাছে এই অদৃশ্য শক্তি করোনার কবল থেকে মুক্তি লাভের আশায় চোখের পানি পেলে মনের আকুতি প্রকাশ করেন। এ সময় মুসল্লিগণ আল্লাহর নিকট নিজের পাপের জন্য ক্ষমা চেয়ে মনের আবেগ প্রকাশ করেন।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ৬ আগস্ট ২০২১