চাঁদপুরের কচুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩জন আহত হয়েছেন।
৬ আগস্ট শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে কচুয়া উপজেলার সাচার এলাকায় ঘটে।
নিহতরা হলেন, গাড়ি চালক মাজহারুল হক ও শিশু শাকিল হোসেন। নিহত চালক মাজহারুল হক লক্ষীপুর জেলার রাধাপুর এলাকার আবুল হকের ছেলে ও চন্দ্রগঞ্জ থানার সীরামপুর এলাকার জামাল হোসেনের ছেলে। এসময় গাড়িতে থাকা আরো ৩জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কচুয়ার সাচার চেলাখান্দা ব্রিজের ১০০ গজ উত্তর পাশে ঢাকা মেট্টো ক ১১-৪৯৯৩ নম্বরের প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ১৫ ফুট পানির গভীরে তলিয়ে যায়। এমন সংবাদে সাচার ক্যাম্পের এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স উদ্ধার অভিযান শুরু করা হয়।
গাড়ির ড্রাইভার মাজহারুল হককে মৃত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহয়তায় শিশু মোহাম্মদ শাকিলকে মৃত উদ্ধার করা হয়। অপর ৩জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্থ পরিবারের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু,৬ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur