স্বাধীনতার মহান স্থাপিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈাষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১ টায় মতলব উত্তর উপজেলা উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং দৃষ্টিনন্দন চারা রোপণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুস উপস্থিত ছিলেন।
আলোচনা সহকারি কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহাকামাল, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলা চত্বরে বিভিন্ন জাতের দৃষ্টিনন্দন চারা রোপণ করা হয় এবং শেখ কামালের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
নিজস্ব প্রতিবেদক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur