Home / চাঁদপুর / চাঁদপুরে সোনালী ব্যাংকের নগদ অর্থ সহায়তা প্রদান
সোনালী ব্যাংকের

চাঁদপুরে সোনালী ব্যাংকের নগদ অর্থ সহায়তা প্রদান

চাঁদপুরে করোনা সংক্রমন প্রতিরোধে সরকারের দেয়া লকডাউনে ক্ষতিগ্রস্থ সাময়িক কর্মহীন খেটে খাওয়া অসহায় ও দুঃস্থ মানুষদেও আর্থিক সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক লিমিটেড।

৪ আগস্ট বুধবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের মাধ্যমে দেশে চলমান করোনাভাইরাস এর সংক্রমণজনিত সংকট মোকাবেলায় চাঁদপুর জেলার হতদরিদ্র,সাময়িক কর্মহীনএবং ক্ষতিগ্রস্থ প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদেরকে প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ১ লাখ ৭৬ হাজার টাকা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস চাঁদপুরের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ খায়রুল আনাম ভূঁইয়া, সোনালী ব্যাংক লিমিটেড, চাঁদপুর শাখা, চাঁদপুরের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (শাখাপ্রধান) মোহাম্মদ  আসলাম  হোসেন প্রমুখ।

সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস চাঁদপুরের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ খায়রুল আনাম ভূঁইয়া জানান,করোনার কারণে সারাদেশের হতদরিদ্র, কর্মহীন হয়ে পড়া ও ক্ষতিগ্রস্থ প্রান্তিক জনগোষ্টিকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সোনালী ব্যাংক লিমিটেড এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) বাজেট হতে আর্থিক সহায়তা দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় চাঁদপুর জেলায় ৮৮ জন মানুষকে জেলা প্রশাসনের মাধ্যমে এ সহায়তা দেয়া হয়েছে।

প্রতিবেদক: আনোয়ারুল হক