বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪১তম বিসিএসের ফল প্রকাশ করেছে। এতে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হয়েছেন। গত রোববার দুপুরে পিএসসি এ ফল প্রকাশ করে।
চলতি বছরের ১৯ মার্চ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দেশের ৮টি বিভাগীয় শহরে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয় পিএসসি। সেই পরীক্ষার চার মাস পর রোববার ফল প্রকাশ হলো।
এর আগে ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেয়া হবে বলে সে সময় জানানো হয়।
বার্তা কক্ষ, ৪ আগস্ট ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur