রাজধানীর কদমতলী থানাধীন রায়েরবাগ এলাকায় মোবাইল ফোনে অতিরিক্ত সময় ব্যয় করায় বাবার বকাঝকার জেরে এক এক কিশোরী (১৬) আত্মহত্যা করেছে। তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
কিশোরীর নাম তাসমিম খাতুন। সে শনিরআখড়া বর্ণমালা স্কুলের শিক্ষার্থী। এবার সে এসএসসি পরীক্ষার্থী। রোববার রাত সাড়ে ৯টার পর তার লাশ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য তার লাশ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
নিহত তাসমিমের বাবা মোহাম্মদ তুষার বলেন, ঠিকমতো লেখাপড়া না করে মুঠোফোনে সময় কাটানোয় বকাঝকা করার জের ধরে রোববার রাতে তার মেয়ে আত্মহত্যা করে। দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।
পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাসমিমকে মৃত ঘোষণা করেন।
ঢাকা ব্যুরো চীফ,২ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur