চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও (ভূমি দাতা) রান্ধুনীমুড়া মজুমদার বাড়ীর মরহুম আলী আকবর মজুমদারের বড় ছেলে আবুল খায়ের মজুমদার ঢাকার শিকদার হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)।
৩১ জুলাই শনিবার রাত ১১ টায় শেষ নিশ্বাস ত্যাগ করলে রবিবার সকালে জানা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফন কাজে অংশ নেয় ইসলামী আন্দোলন উপজেলা শাখার নেতৃবৃন্দ।
তিনি দুই ছেলে দুই মেয়ে স্ত্রী-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ আহমেদ প্রমুখ।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur