করোনা মহামারির রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে বিশেষ অবদান রেখে চলছে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের স্বেচ্ছাসেবক টিম।
হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি’র নেতৃত্বে প্রায় ৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী স্বেচ্ছায় টিমে যোগ দেন।
৩১ জুলাই সকাল থেকে স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা পুলিশ প্রশাসনের সাথে সড়কে আগত যানবাহন ও মানুষকে ঘরে ফেরাতে কাজ করতে দেখা যায়। পাশাপাশি যাদের মুখে মাস্ক নেই তাদেরকে মাস্ক সরবরাহ ও সুরক্ষা কাজে নিয়োজিত থাকতে দেখা যায়।
হাজীগঞ্জ বিশ্বরোডের চত্বরসহ প্রধান প্রধান সড়কের মুখে পৌর ছাত্রলীগের স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি বলেন,‘দেশের যে কোনো দূর্যোগ ও মহামারিতে বাংলাদেশ ছাত্রলীগ সব সময় পাশে থেকে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে। সে লক্ষ্যে আমি পৌর ছাত্রলীগের এক যাক তরুণ যোদ্ধাদের সাথে নিয়ে টিম গঠন করে শুরু থেকে হাজীগঞ্জের রাজপথে ছিলাম,আছি এবং ভবিষ্যতেও কাজ করে যাবো।’
জহিরুল ইসলাম জয় ,৩১ জুলাই ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur