দৈনিক ইলশেপাড় প্রধান উপদেষ্টা এবং মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দৈনিক ইল্শেপাড়ের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমানের মা জাহান আরা বেগম অসুস্থ হয়ে পড়েছেন।
তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার ২৭ জুলাই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন একমাত্র ছেলে দৈনিক ইল্শেপাড়ের সম্পাদক ও প্রকাশক মো.মিজানুর রহমান।
তিনি বলেন, ‘ মা ৫ দিন যাবত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল। তিনি চাঁদপুরবাসীর কাছে মায়ের দ্রæত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।’
এদিকে, দৈনিক ইলশেপাড়ের প্রধান উপদেষ্টা জাহান আরা বেগমের আশু রোগমুক্তি ও দ্রূত সুস্থতার জন্য ইল্শেপাড় পরিবারের পক্ষে দোয়া চেয়েছেন প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন।
সিনিয়র করেসপন্ডেন্ট , ৩১ জুলাই ২০২১িএজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur