ফরিদগঞ্জে লকডাউনের ৮ম দিনে স্বাস্থ্য বিধি না মানা, নিষিদ্ধ ভাবে দোকান খোলা রাখায় অপরাধে ও অপ্রয়োজনে ভ্রমণ করা এবং ঘুরা-ফেরা করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করা হয়েছে।
৩০ জুলাই শুক্রবার উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার উপজেলার ফরিদগঞ্জ বাজার, ওয়াপদা অফিস সংলগ্ন, ভান্ডারী মহাল, প্রাণী সম্পদ কার্যালয় সংলগ্ন, ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড, ওনুআ স্মৃতি স্তম্ব সংলগ্ন, আল-মদীনা হাসপাতাল সংলগ্ন, রূপসা রাস্তার মোড়, ফরিদঞ্জ কলেজ সংলগ্ন, রুদ্রগাঁও ঈদ গাঁ সংলগ্ন ও রূপসা বাজারে মাস্ক ব্যবহার না করায়, স্বাস্থ্যবিধি না মানা ও নিষিদ্ধ দোকান-পাট খোলা রাখার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১০ টি মামলায় ৫ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত মোবাইলকোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্টেট শারমিন আক্তার বলেন, সরকারি নির্দেশনা না মানায় জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকঃশিমুল হাছান, ৩০ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur