Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে হত্যার রহস্য উদঘাটন, জড়িত যুবক গ্রেফতার
হত্যার

ফরিদগঞ্জে হত্যার রহস্য উদঘাটন, জড়িত যুবক গ্রেফতার

ফরিদগঞ্জে অনাথ চন্দ্র দাস হত্যার রহস্য উদঘাটন করলো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই চাঁদপুর। এই হত্যাকাণ্ডের সাঙ্গে সরাসরি জড়িত সোহাগ (২৫)কে আটক করেছে পিবিআইর তদন্ত টিম।

গত ২৮ জুলাই বুধবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সোহাগের নিজ বাড়ি থেকে অনাথের ব্যবহিত মোবাইলসহ আটক করে। সোহাগ উপজেলার কড়ৈতলী এলাকার বাবুরবাড়ীর সেকান্দর গাইনের ছেলে। সোহাগ পেশায় মৎস্য ব্যবসায়ী।

পিবিআইয়ের ইনেন্সপেক্টর আতিকুর রহমান জানান, আমাদের উপর অনাথ চন্দ্র দাসের হত্যার তদন্ত অর্পণ হওয়ার পর আমরা একটি তদন্ত টিম এ হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছি। সোহাগ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরো জানান, ১৯ জুলাই ঘটনার দিন সোহাগ নিহত অনাথ চন্দ্র দাসের প্রতিবেশী সুবল দাসসহ ৫জন মিলে অনাথকে হত্যা করে। পরে মরদেহ খালের পানিতে ফেলে রাখে।

গ্রেফতারকৃত সোহাগ ২৯ জুলাই বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা হত্যাকাণ্ডের বিষয়ে অনেক তথ্য পেয়েছি। তবে তদন্তের সার্থে তা এখনই বলা যাচ্ছে না।

প্রতিবেদকঃ শিমুল হাছান, ৩০ জুলাই ২০২১