চাঁদপুর জেলা পুলিশের মানবিক সহায়তা পেল শাহরাস্তি উপজেলার দুই শতাধিক পরিবার। ২৯ জুলাই বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার মো. মিলন মাহমুদ (বিপিএম) বার উপস্থিত থেকে অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন।
মেহের ডিগ্রি কলেজ মাঠে মানবিক সহায়তা করার পূর্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মোঃ.মিলন মাহমুদ বিপিএম বার বলেন, ‘ বর্তমান করোনাকালীন সময়ে জেলা পুলিশ জনগণের সঙ্গে রয়েছে। আমরা চাঁদপুর জেলার প্রতিটি উপজেলায় অসহায় জনগণের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিবো। আমরা চেষ্টা করবো জেলার ৮ থেকে ১০ হাজার অসহায় পরিবারের মাঝে এ সহায়তা তুলে দিতে।’
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো.আবুল কালাম চৌধুরী,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী।
সার্বিক সহযোগিতায় ছিলেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মান্নান ও অফিসার ইনচার্জ ( তদন্ত) মো.মোরশেদুল আলম ভূঁইয়া।
মো.জামাল হোসেন , ২৯ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur