Home / চাঁদপুর / ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ ও রোপন
ইসলামী

ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ ও রোপন

ইসলামী যুব আন্দোলনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশে ১ লাখ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে ২৮ জুলাই বুধবার চাঁদপুর জেলা যুব আন্দোলনের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

দুপুরে শহরের পুরানবাজার জাফরাবাদ মাদ্রাসায় স্বাস্থ্যবিধি মেনে বৃক্ষ বিতরণ ও রোপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমাদ।

একই সাথে চাঁদপুর জেলার সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন স্থানে একযোগে প্রাঢ ১ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে।

জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমাদ বলেন, দেশের খুন, ঘুম, দূর্ণীতি ও ধর্ষনের সাথে যুবকরাই বেশী সম্পৃক্ত। তাই এদের নৈতিকতা জাগ্রত করা এবং প্রকৃত মানুষ রূপে গড়ে তুলার জন্য ইসলামী যুব আন্দোলনের কোন বিকল্প নেই।

চলমান করোনা সংকটময় সময় সারাদেশে ইসলামী যুব আন্দোলন এর নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে আছে, এবং থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুব আন্দোলনের সহ-সভাপতি এ কে মোখতার হোসাইন, সাধারণ সম্পাদক এইচ.এম নিজাম, পৌর যুব আন্দোলনের সভাপতি মোঃ শাহিন খান, সাংগঠনিক সম্পাদক এইচ এম ওমায়ের খান রাহাত, প্রচার সম্পাদক মোহাম্মদ মনির হোসাইন রাজন প্রমুখ।

প্রতিবেদক: আশিক বিন রহিম