বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করে আলোচিত নাম শামীম হোসেন পাটওয়ারী। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে অভিষেকেই আলো ছড়িয়েছেন তিনি।
অনেকেই তার ব্যাটে দেশসেরা ওপেনার তামিম ইকবালের ছাপ দেখছেন।
বিশ্লেষকদের মতে, সাব্বির রহমানের জায়গাটা দখল করলেন শামীম। কেউ কেউ বলছেন অলরাউন্ডার নাসির হোসেনের মতোই ফিনিশার পেল বাংলাদেশ।
শামীমকে টাইগারদের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবেও দেখছেন অনেকে। অভিষেকে ১৩ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন শামীম। পরের ম্যাচে খেলেন ১৫ বলে ৩১ রানের হার না মানা ইনিংস।
যে যাই বলুক শামীম হোসেন পাটওয়ারীকে নিয়ে অনেক আগে থেকেই ইতিবাচক ছিলেন জাতীয় দলের অন্যতম সেরা কাণ্ডারি মুশফিকুর রহিম।
আজ থেকে ৬ বছর আগে শামীমের প্রশংসায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাসও দিয়েছিলেন মুশফিক।
যা জিম্বাবুয়ে সফরের মাঝে হঠাৎ করে ভাইরাল হয়েছে। ওই সময় অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলতেন শামীম। খেলেছিলেন ২৮৪ বলে ২২৬ রানের দুর্দান্ত এক ইনিংস।
মিস্টার ডিপেন্ডেবল তার সেই ইনিংসের প্রশংসায় স্ট্যাটাস দিয়েছিলেন।
২০১৫ সালের ১৮ অক্টোবরে সেই পোস্টে মুশফিক লিখেছিলেন, ‘কক্সবাজারে আজ শামীম পাটোয়ারী ওয়েস্ট বেঙ্গল অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে ২২৬ (২৮৪) রানের অনবদ্য ইনিংস খেলেছেন। ভবিষ্যতে অবশ্যই এমন আরো দেখতে চাই!অভিনন্দন যুবক!’
গত এপ্রিলে মুশফিকের সেই পোস্ট শেয়ারও দেন শামীম।

খেলাধুলা ডেস্ক, ২৮ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur