চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার দক্ষিণ বাজার সেন্ট্রাল হাসপাতালের পূর্ব পাশে সৌদি প্রবাসী কবির তালুকদারের মালিকাধীন তৃতীয় তলায় সাড়াশি অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত পৌনে ৯টার দিকে সাচার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের হাতেনাতর আটক করে। এসময় পুলিশ নগদ ৬ হাজার ৫শ ৪ টাকা ও ১১৭টি বিভিন্ন রংঙ্গের প্লে কার্ড(তাস) জব্দ করে।
আটককৃত জুয়াড়ি হচ্ছেন,দূর্গাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (২২), রাজারামপুর গ্রামের মৃত. চান মিয়া বেপারীর ছেলে মো. স্বপন (৩০), দূর্গাপুর গ্রামের হাজী সোনা মিয়ার ছেলে সফিউল্যাহ(২৮),নয়াকান্দি গ্রামের মৃত. ছিদ্দিকুর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৫০),সাচার রামেরদিঘির পাড়ের আরব আলীর ছেলে মো. আক্কাছ মিয়া (৪৮),দূর্গাপুর গ্রামের কামাল হোসেনের ছেলে স্বপন মিয়া (৪৮),হাতিরবন্দ গ্রামের হাফিজ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪৮) ও একই গ্রামের খোরশেদ আলমের ছেলে নজরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে রুহুল আমিন (৩৫) ।
বাড়ির মালিক কবির হোসেনের ছেলে খোকন তালুকদার বলেন, যারা আমার বাসায় ভাড়া নিয়ে জুয়াড় আসর বসিয়ে আমাদের মান সন্মান ক্ষুন্ন করেছে আমরা তাদের বিচার চাই।
এ ঘটনায় জুয়াড়িদের মূল হোতাসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সাচার এলাকায় অভিযান চালিয়ে ৯জুয়াড়িকে আটক করা হয়।
আটককৃতদের চাঁদপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু,২৭ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur