টোকিও অলিম্পিকে ব্যক্তিগত রিকার্ভের এলিমিনেশন রাউন্ডের প্রথম ম্যাচে গ্রেট ব্রিটেনের টম হলকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিলেন বাংলাদেশের আর্চার রোমান সানা।
নিজের ১৫টি তীরের মধ্যে ৬টিতেই পূর্ণ ১০ পয়েন্ট স্কোর করে শেষ ৩২-এ জায়গা করে নেন তিনি। সহজ এই জয়ের পর সেরা ষোলোকে পাখির চোখ করেন রোমান সানা।
কিন্তু দ্বিতীয় রাউন্ডেই স্বপ্নভঙ্গ হলো ২৬ বছর বয়সী দেশসেরা আর্চারের। শেষ ষোলোয় যাওয়ার পথে তিনি প্রতিপক্ষ হিসেবে পান কানাডার ক্রিসপিন ডুয়েনাসকে।
মঙ্গলববার বাংলাদেশ সময় বেলা ১১.১০ মিনিটে শুরু হওয়া ডুয়েনাসের বিপক্ষে লড়াইয়ে শুরুটা ভালো করেছিলেন রোমান সানা। প্রথম সেট জিতলেও শেষ পর্যন্ত ৪-৬ সেট পয়েন্টে হেরে বিদায় নিলেন তিনি।
ঢাকা চীফ ব্যুরো, ২৭ জুলাই, ২০২১;