চাঁদপুরের ফরিদগঞ্জে বাক ও শ্রবণ প্রতিবন্ধী রায়হান (১৭) নামে এক কিশোর ৯ দিন ধরে নিখোঁজ হয়েছে।
গত ১৭ জুলাই শনিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি রায়হান। তাঁর উচ্চতা ৫”ফুট, গায়ের রং শ্যামলা, নাক হালকা দাগসহ থেতলানো। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কালো ডোরা হাঁপ হাতা শার্ট। একমাত্র ছেলে রায়হানকে না পেয়ে পরিবারটি পাগল প্রায়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় একটি নিখোঁজ জিডি করা হয়েছে। জিডি নং ১১৫০ তাং ২৫-০৭-২১
প্রতিবন্ধী ছেলেটির কোন সন্ধান পেলে নিন্ম ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হলো- মোঃ জিতু তপাদার, পিতা- মোঃ আবুল তপাদার, সাং-গাজীপুর, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর। ০১৭৮৫৬৫০৪২৩, ০১৭২৬০৪৬৩০৯।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৬ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur