চাঁদপুরের কচুয়ায় লকডাউনের ৪র্থ দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৯টি মামলায় প্রায় ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
২৬ জুলাই সোমবার ইউএনও দীপায়ন দাস শুভ উপজেলার বিশ্বরোড, মনপুরা বাতাবাড়িয়া বাজার ও গুলবাহার এলাকায় অভিযান চালিয়ে ১৩টি মামলায় ৯ হাজার জরিমানা করেন।
এদিকে গুলবাহার এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন চালিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় নির্বাহী কর্মকর্তার সাথে ছিলেন কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন। একইদিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি বিভিন্ন বাজার এলাকায় লকডাউন অমান্য করে দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫টি মামলায় ৩ হাজার ৬শ’ ৫০ টাকা জরিমানা আদায় করেন।
প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু,২৬ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur