চাঁদপুরের শাহরাস্তিতে রোববার ২৫ জুলাই ৫৬টি নমুনার বিপরীতে নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৮২৫জন।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র্যাপিড এন্টিজেন টেস্ট (আরএটি) ল্যাবের টেকনিশিয়ান মোঃ খোরশেদ আলম জানান, ২৫ জুলাই করোনার র্যাপিড এন্টিজেন টেস্টে ৫৬ টি নমুনার বিপরীতে ৩০ জনের করোনা পজেটিভ এসেছে। এছাড়া ১০টি নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দীন জানান, এ পর্যন্ত আরটি পিসিআর পরীক্ষার জন্য ২ হাজার ৩০২ জন ও র্যাপিড এন্টিজেন টেস্টের জন্য ৭২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে আক্রান্ত হয়েছেন ৮২৫ জন। সুস্থ্য হয়েছেন ৪৯৫ জন। হোম আইসোলেশনে রয়েছেন ২৮০ জন। হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন ১০জন। আক্রান্তদের মধ্যে মারা গেছে ১৫ জন।
প্রতিবেদক: মো.জামাল হোসেন, ২৬ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur