চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক | আপডেট: ১১:৫৩ অপরাহ্ণ, ০২ আগস্ট ২০১৫, রোববার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকায় এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে মো. হোসেন আলী (৩০) নামে শ্রমিক লীগের এক নেতাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাইফুল আলম রোববার বিকেলে এ আদেশ দেন।
হোসেন আলী কালিয়াকৈর উপজেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক এবং উপজেলার পূর্বচান্দরা এলাকার মহসিন ভূইয়ার ছেলে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কালিয়াকৈর পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন জানান, হোসেন আলী রবিবার দুপুরে উপজেলার পূর্বচান্দরা এলাকায় ওই স্কুলছাত্রীকে বাসায় একা পেয়ে জোরপূর্বক শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে। তার আর্তচিৎকারে এলাকাবাসী গিয়ে হোসেন আলীকে আটক করে গণধোলাই দেয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ তাকে উদ্ধার করে। বিকেলে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
কালিয়াকৈর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক জানান, এ ধরনের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। অপরাধী যেই হোক তার কঠিন শাস্তি হওয়া উচিত।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি