চাঁদপুরে ৩৯৯টি নমুনার মধ্যে ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৩৯.৬০%। একই দিনে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।
একদিনে করোনা ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু : চাঁদপুর সদরের মৈশাদী এলাকার মায়মুনা (৬৫), বহরিয়া রামদাসদী গ্রামের মেহেদী হাসান (৩৬) ও আশিকাটি উত্তর পাইকাস্তা গ্রামের কাঞ্চনমালা (৬৫),মতলব দক্ষিণ খাদেরগাঁও নাগদা গ্রামের ফজলুল হক (৭০), শাহরাস্তি শুয়াপাড়া এলাকার সাজেদা বেগম (৭০), ফরিদগঞ্জ ধানুয়া এলাকার সাজেদা বেগম (৫৫), পূর্ব এখলাশপুরের সিরাজুল (৫৫)।
শনিবার চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন… চাঁদপুরে করোনা ওয়ার্ডে ৮ ঘন্টার ব্যবধানে ৫ জনের মৃত্যু
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫৫জন, মতলব দক্ষিণের ৭জন, হাজীগঞ্জের ১৩জন, ফরিদগঞ্জের ২১জন, শাহরাস্তির ২৮জন, কচুয়ার ১১জন, হাইমচরের ১৮জন ও মতলব উত্তরের ৫জন রয়েছেন।
চাঁদপুর করেসপন্ডেট