চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আনন্দপুর গ্রামে পানিতে ডুবে ২ বছর বয়সী মুনতাহা নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ জুলাই) বিকেল ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের মোঃ আব্দুল আউয়ালের একমাত্র কন্যা সন্তান বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলার ছলে সকলের অজান্তে পুকুরে পড়ে যায়।
বিভিন্নস্থানে খোঁজা-খুঁজির পর একপর্যায়ে পাশের পুকুরে শিশুটির লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা।
ওই সময় তারা শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই দিন রাত ১০ টায় মুনতাহার জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
শিশুটির মৃত্যুতে তার পরিবার আত্মীয়-স্বজন ও এলাকার মাঝে শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদকঃ মো.জামাল হোসেন, ২৫ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur