শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক দুবারের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির দীর্ঘ ১৮ বছরের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন মিয়াজী মৃত্যুবরণ করেছেন।
বুধবার (২১ জুলাই) সন্ধ্যায় তিনি স্ট্রক করলে কুমিল্লা নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্যগুণগ্রাহী রেখেযান।
মরহুম দেলোয়ার হোসেন মিয়াজী ছিলেন বিএনপির একজন নিবেদীত প্রাণ। তিনি শাহরাস্তি উপজেলা পরিষদের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এ ছাড়াও তিনি ছিলেন একজন স্বজ্জন ব্যক্তি।
শাহরাস্তি পৌরসভার ৮নং ওয়ার্ডে বড় বাড়িতে জন্ম নেয়া এ বিএনপি নেতার মৃত্যুতে শাহরাস্তিতে শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদকঃ মোঃ জামাল হোসেন,২১ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur