হাজীগঞ্জ উপজেলার ১৩ টি স্থানে ঈদুল আজহার জামায়াত ও কোরবানী হয়েছে। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, অলিপুর, বলাখাল ও শমেশপুর গ্রামসহ ১৩ টি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, এই চারটি গ্রামে ১৩ টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
২০ জুলাই মঙ্গলবার সকাল থেকে ঈদের নামাজ আদায় শেষে পশু কোরবানিতে ব্যস্ত পড়েন মুসল্লীরা।
হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল বাসিন্দা সাবেক কাউন্সিলর হাবীবুর রহমান জানান, আমাদের মসজিদে আটটায় নামাজ শেষে পশু কোরবানী শুরু হয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ জানান, সকাল থেকে পুলিশ ঈদের জামায়াত হওয়া স্থান গুলোতে আইন শৃংখলা রক্ষায় কাজ করেছে।
সাদ্রা দরবার শরীফের পীর আল্লামা আরিফ উল্যাহ চৌধুরী চাঁদপুর টাইমসকে জানান, সকাল ৮ টার দিকে সাদরা মাদ্রাসা মাঠে ঈদুল আযহার জামায়াত হয়েছে।
তিনি জানান, চাঁদপুরের ২৫/৩০ টি স্থানে আজ ঈদ ও কোরবানী হয়েছে। আমরা দীর্ঘদিন থেকে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করে থাকি।
প্রতিবেদকঃ জহিরুল ইসলাম জয়,২০ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur