Home / ইসলাম / নির্ধারিত সময়ে কুরবানি করতে না পারলে কী করবেন?
কুরবানি

নির্ধারিত সময়ে কুরবানি করতে না পারলে কী করবেন?

প্রশ্ন: কেউ যদি কুরবানির দিনগুলোতে ওয়াজিব কুরবানি দিতে না পারে তা হলে তিনি কী করবেন?

উত্তর: কেউ যদি কুরবানির দিনগুলোতে ওয়াজিব কুরবানি দিতে না পারে তা হলে কুরবানির পশু ক্রয় না করে থাকলে তার ওপর কুরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সদকা করা ওয়াজিব। আর যদি পশু ক্রয় করে ছিল, কিন্তু কোনো কারণে কুরবানি দেওয়া হয়নি তা হলে ওই পশু জীবিত সদকা করে দেবে।

(বাদায়েউস সানায়ে ৪/২০৪, ফাতাওয়া কাজিখান ৩/৩৪৫)