চাঁদপুরের শাহরাস্তিতে উল্লাশ্বর গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমাম হোসেন (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি…রাজিউন)। তিনি ১৭ জুলাই সন্ধা পৌনে ৮টার দিকে কুমিল্লা জেনরেল সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম ইমাম হোসেন দীর্ঘদিন ধরে স্টক করে প্যারালাইজ্ড জনিত রোগে ভুগছিলেন।
ইতিমধ্যে বেশ কিছুদিন ধরে জ্বর,সর্দি, কাশি থাকায় করোনা পরীক্ষায় পজিটিভ আসে এবং বিভিন্ন রোগের অবনতি ঘটলে কুমিল্লা সদর হাসপাতলে ভর্তি করা হয়।এবং ঐদিন রাত পৌনে ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরদিন ১৮ জুলাই রোববার সকালে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যদায় সম্মান প্রদর্শন করে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমাম হোসেনের কফিনে সালাম প্রদর্শন ও শ্রদ্ধাঞ্জলি জানান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমজাদ হোসেন এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম পাটোয়ারী লিটন, ইউপি সদস্য ও শাহরাস্তি পুলিশ বাহিনী।
প্রতিবেদকঃ মো.জামাল হোসেন
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur