বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম শফিউল বারী বাবু’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে।
১৮ জুলাই রোববার বাদ যোহর চাঁদপুর-কুমিল্লা মহাসড়কস্থ চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের বিপরীতে বাইতুল কাদের জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।
মিলাদ ও দোয়া শেষে তবারক বিতরণ, প্রায় শতাধিক গরিব এতিমদের মাঝে খাবার ও পোশাক বিতরণ করা হয়। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সলেমান ঢালী, আবুল হাসানাত, শামসুল আলম সূর্য, শামছুল আরেফীনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল বলেন, মরহুম সফিউল বারী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণ। তিনি কেন্দ্রীয় ছাত্রদলেরও সাধারণ সম্পাদক ছিলেন। তিনি রাজনীতি করতে গিয়ে অনেক হামলা, মাললার শিকার হয়েছে। তবে সব সময় নেতৃবৃন্দের পাশে থাকার চেষ্টা করেছেন। আজ তিনি আমাদের মাঝে নেই। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি। তিনি যেন পরপারে ভাল থাকেন। মহান রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া করি।
উল্লেখ্য, গত ১৩ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল যথাযথ মর্যাদায় নেতৃবৃন্দকে মরহুম শফিউল বারী বাবু’র প্রথম মৃত্যুবার্ষিকী পালনের নির্দেশ প্রদান করেন।
স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur