Home / জাতীয় / স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে : স্বাস্থ্যমন্ত্রী
zahid-malek-...-.
ফাইল ছবি

স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে : স্বাস্থ্যমন্ত্রী

সবাই স্বাস্থ্যবিধি মেনে না চললে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১৭ জুলাই) ‘Khurshid’s Decoding Surgery’নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন,‘সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে দেশের হাসপাতালগুলোতে করোনা রোগীদের জন্য নির্ধারিত শয্যা খালি নেই। চিকিৎসাসেবা দিতে দিতে ডাক্তারও ক্লান্ত।’

তিনি বলেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নতুন করে চার হাজার চিকিৎসক ও চার হাজার নার্স নিয়োগ হচ্ছে। আমরা যতোই নিয়োগ দিই না কেন,সংক্রমণের হার যদি তিন-চারগুণ বেড়ে যায়, ১০ থেকে ১৫ হাজার শয্যার পরিবর্তে ৪০ হাজার রোগী হয়। তখন সবাইকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। পরিস্থিতি ভয়াবহ হবে। কাজেই সমালোচনা যাই করেন, বাস্তবতা হচ্ছে এটাই।’

জাহিদ মালেক বলেন,‘যারা সমালোচক তারা হাসপাতালে এসে চিকিৎসা দিচ্ছে না। সমালোচনা না করে কীভাবে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায়, সংক্রমণের উৎপত্তিস্থল চিহ্নিত করে এটা নিয়ন্ত্রণে কাজ করা উচিত। কাজেই আমি সবাইকে আহ্বান করবো সমালোচনা না করে সংক্রমণ প্রতিরোধ একযোগে কাজ করুন।’

ভার্চুয়াল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন -স্বাস্থ্য ও শিক্ষা সচিব আলী নূর,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ,উপ-উপাচার্য অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন প্রমূখ।

বার্তা কক্ষ , ১৮ জুলাই ২০২১