শাহরাস্তিতে ইয়াবাসহ মোঃ আমির হোসেন (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক মামলা রয়েছে।
থানা সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার সময় থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মহিউদ্দিন আহমেদ ও সঙ্গীয় ফোর্স চাঁদপুর টু কুমিল্লা মহাসড়কের পাশে কাজী ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে রাঢ়া গ্রামের মুন্সি বাড়ির মৃত বাচ্চু মিয়ার পুত্র মোঃ আমির হোসেনকে (২৫) আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যপারে উপ-পরিদর্শক মোঃ মহিউদ্দিন আহমেদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, আটক আমির হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বের ২টি মাদক মামলা রয়েছে।
শাহরাস্তি প্রতিনিধি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur