সাবেক সফল রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহরাস্তি উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুলাই বৃহস্পতিবার বাদ আসর শাহরাস্তি (গেইট )দোয়াভাঙ্গা জামে মসজিদে শারীরিক দূরত্ব বজায় রেখে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
মিলাদ উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজালাল, উপজেলা জাতীয় পার্টির সম্মানিত সদস্য মোঃ রমিজ উদ্দিন ভান্ডারী, পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ জায়েদ মোরশেদ, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, দপ্তর সম্পাদক ডাক্তার এস এম ইবনে মালেক, যুব সংহতির সভাপতি মোঃ মাসুদ আলম, টামটা উত্তর জাতীয় পার্টির সভাপতি মোঃ রুহুল আমিনসহ উপজেলা ও পৌর জাতীয় পার্টি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিলে সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে, দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা জামে মসজিদের খতিব মুহাম্মদ হাবিব উল্লাহ।
প্রতিবেদক: মো.জামাল হোসেন, ১৫ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur