কুমিল্লায় আনুষ্ঠানিক ভাবে করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে কুমিল্লা সিভিল সার্জন কার্য্যালয়ে বেলুন উড়িয়ে টিকা প্রদান কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার এমপি।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, সিভিলসার্জন মীর মোবারক হোসাইনসহ জেলা স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে এমপি হাজীবাহার এবং সিভিল সার্জন মীর মোবারক হোসেন জানান, কুমিল্লায় এপর্যন্ত ৫ লাখ ৩৫ হাজার ডোজ ভ্যাকসিন মজুদ রয়েছে। এরমধ্যে ভারতীয় কোভিশিল্ড ৪ লাখ ২৯ হাজার ডোজ এবং চীনা সিনোফার্ম এর ১ লাখ ৬ হাজার ডোজ এবং মডার্নার ১৩ হাজার ২শ ডোজ। কুমিল্লা সিটির বাসিন্দারা মডার্নার টিকা পাবেন এবং সিনোফার্ম এর ভ্যাকসিন গুলো ইতিমধ্যে কুমিল্লার বিভিন্ন উপজেলা গুলোতে পাঠানো হয়েছে।
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিটি বুথে প্রতিদিন অন্ততঃ দুই শ’ জনকে মডার্নার টিকা দেয়া হবে।
প্রতিবেদকঃজাহাঙ্গীর আলম ইমরুল, ১৩ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur