Home / চাঁদপুর / চাঁদপুরে করোনা শনাক্তের হার ৪৪.২০, একদিনে আক্রান্ত ১৫৪
corona
করোনা টেস্ট

চাঁদপুরে করোনা শনাক্তের হার ৪৪.২০, একদিনে আক্রান্ত ১৫৪

চাঁদপুরে ৩৪৮টি নমুনার মধ্যে রেকর্ড ১৫৪জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪.২০%।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

সোমবার নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫৭জন, মতলব দক্ষিণের ১৮জন, মতলব উত্তরের ৯জন, হাজীগঞ্জের ২৮জন, ফরিদগঞ্জের ১৭জন, শাহরাস্তির ১৯জন ও কচুয়ার ৬জন রয়েছেন।

একই দিনে ৫৫জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ২৩জন, ফরিদগঞ্জের ৭জন, হাজীগঞ্জের ২জন, হাইমচরের ৬জন, মতলব দক্ষিণের ৮জন, কচুয়ার ৪জন, মতলব উত্তরের ৪জন ও শাহরাস্তির ১জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৪৩০জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৫জন। এখন পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৫১৯৪জনকে।

বর্তমানে চিকিৎসাধীন ১১৩২জন। আক্রান্তদের মধ্যে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ৪১জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

চাঁদপুর করেসপন্ডেট