Home / চাঁদপুর / চাঁদপুর শহরে লকডাউনের দুটি চিত্র
লকডাউনের

চাঁদপুর শহরে লকডাউনের দুটি চিত্র

সরকার ঘোষিত কঠিন লকডাউন বাস্তবায়নে প্রতিদিন নিরলসভাবে কাজ করে চলেছেন চাঁদপুরের জেলা প্রশাসন।

একই সাথে মাঠে রয়েছে পুলিশ বিজিবি ও ব্যাটেলিয়ান বাহিনীর সদস্যরাসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগন।

লকডাউনের প্রথম থেকে শুরু করে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে প্রশাসনের কড়া নজরদারিতে এতদিন শহরে মানুষ এবং যানবাহনের উপস্থিতি কম থাকলেও ১২ জুলাই সোমাবার শহরের চিত্র ছিলো একটু ভিন্ন রকম।

গত কয়েক দিনের তুলনায় সোমবার দুপুরে চাঁদপুর শহরে বিভিন্ন যানবাহন এবং বেশ কিছু মানুষের  উপস্থিতি লক্ষ করা গেছে। একদিকে প্রশাসন মানুষের উপস্থিতি কমানোর জন্য অভিযান পরিচালনা করছেন।

অন্যদিকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাস্তায় চলাফেরা করছেন সাধারণ মানুষ। সোমবার দুপুরে চাঁদপুর শহরের কালি বাড়ি শপথ চত্বর মোড় এবং মিশন রোড এলাকার এমনই ভিন্ন দুটি দৃশ্য চোখে পড়ে।

ছবি ও প্রতিবেদন কবির হোসেন মিজি