মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বর্তমান কাউন্সিলর আবুল বাসার পারভেজ মিয়াজীর বাবা জহির মিয়াজী (৭২) ১২ জুলাই সোমবার দুপুর দেরটায় ইন্তেকাল করেছেন। (ইন্না… রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবৎ ষ্ট্রোক জনিত কারণে অসুস্থ ছিলেন। আজ দুপুর দেড়টায় ঢাকা নিউ ল্যাবেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও বহু আত্মীয়-স্বজন গুনিগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ আছর বাইশপুর নিজ বাড়িতে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়াম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহমেদ, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, মতলব বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব কাজী নাসিউদ্দিন, আবুল কালাম মিয়াজী, মরহুমের বড় ছেলে কাউন্সিলর আবুল বাসার পারভেজ মিয়াজী।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur