Home / চাঁদপুর / চাঁদপুরে করোনা সংক্রমনরোধে নৌপথে কোস্ট গার্ডের টহল
করোনা

চাঁদপুরে করোনা সংক্রমনরোধে নৌপথে কোস্ট গার্ডের টহল

চাঁদপুরে করোনা সংক্রমনরোধে সড়ক পথের পাশাপাশি নদী পথেও টহল অব্যাহত রয়েছে। চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা সকাল থেকে রাত পর্যন্ত ফেরিঘাট, লঞ্চঘাটসহ মেঘনা মোহনা এলাকায় টহল দিচ্ছেন।

কোস্ট গার্ড জানান, নদী পথে ঢাকা, নারায়ণগঞ্জ, শরীয়তপুরসহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকে যেন অবৈধ কোন নৌযান ঢুকতে না পারে সে ব্যাপারে কঠোর নজরদারী করা হচ্ছে। একই সাথে করোনা সংক্রমনরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাস্ক বিতরণ করা হচ্ছে।

করোনা

চাঁদপুর কোস্ট গার্ডের স্টেশন কর্মান্ডার লেফটেন্যান্ট মো. সাদিক হোসেন বলেন, চাঁদপুর নদী মাতৃক জেলা হওয়ায় অনেক মানুষ লকডাউন উপেক্ষা করে নৌযানে করে চাঁদপুরে আসার চেষ্টা করেন। তবে কোস্ট গার্ডের সদস্যরা রাত দিন নদী পথে টহল দিচ্ছেন।

লকডাউনের শুরু থেকে এখন পর্যন্ত ১০২ নৌকা তল্লাশী চালিয়ে ৮শতাধিক মানুষকে ফিরত পাঠানো হয়েছে। ঈদকে সামনে রেখে লকডাউন অমান্য করে নদী পথে যাত্রীবাহী নৌযান যাতায়াত করতে না পারে সে ব্যাপারে তৎপর রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

একই সাথে নদী পথে অবৈধ সকল কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

প্রতিবেদকঃ শরীফুল ইসলাম, ১১ জুলাই ২০২১