সঠিক তথ্য ছাড়া করোনা সংক্রান্ত কোন সংবাদ গনমাধ্যমে প্রচারিত না হয় সে ব্যাপারে সাংবাদিকদেরকে আরো বেশি যত্নশীল হতে হবে। অনেক বেশি সতর্ক থাকতে হবে কাভিড-১৯ বিষয়ে সংবাদ প্রচারে।
জনসাধারণের কাছে স্পষ্টভাবে নির্ভরযোগ্য তথ্য পৌঁছানো সাংবাদিকদের প্রধান দায়িত্ব।
১০ জুলাই শনিবার অনলাইনে জুম সংযোগের মাধ্যমে অনুষ্ঠিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, নোয়াখালী ও ফেনী জেলার অর্ধশতাধিক কর্মরত সাংবাদিক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন।
যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটি’র (জেএইচইউ), সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (সিসিপি) ও উজ্জীবন কর্মসূচির যৌথ উদ্যোগে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) দেশের ৮ বিভাগের ৫০০ সাংবাদিককে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষন দেয়ার কর্মসূচী গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় শনিবার তৃতীয় দিনে চট্টগ্রাম বিভাগের তিন জেলায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়।
কোর্সটির সামগ্রিক দিক নির্দেশনা প্রদান করছেন উজ্জীবন বাংলাদেশ এর চীফ অব পার্টি ডা: কাজি ফয়সাল মাহমুদ ও সমন্বয় করছেন আউটরিচ কর্মকর্তা এএফএম ইকবাল। বিএমএসএফ-এর মহাসচিব খায়রুজ্জামান কামালের সার্বিক তত্বাবধানে প্রকল্পটি সমন্বয় করছেন সিনিয়র সাংবাদিক ও বিএমএসএফ-এর মিডিয়া রিলেশন কো-অর্ডিনেটর সৈয়দ সফি।
প্রশিক্ষণ কর্মশালায় দায়িত্বশীল সাংবাদিকতা, কোভিড-১৯ এর উপসর্গ, রোগ নির্ণয়ের পদ্ধতি, কোভিড সম্পর্কে মিথস বা গুজব, ভ্যাকসিনের ব্যবহার সহ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়।
কর্মশালায় অন্যাদের মধ্যে উজ্জীবনের টেকনিক্যাল এ্যাডভাইজার ডা. তাজকেরা নুর লিপি,জাতীয় প্রেসক্লাবে নির্বাহী পরিষদের সদস্য সিনিয়র সাংবাদিক শাহানাজ পলি, কুমিল্লা থেকে নিউ এজ এর ইয়াসমিন রীমা, বাংলা ভিশন এর সাইয়িদ মোহাম্মদ পারভেজ, এনটিভির মো. জালাল উদ্দিন, একাত্তর টিভির কাজী এনামুল হক ফারুক, জিটিভির সেলিম রেজা, বৈশাখীর আনোয়ার হোসেন, মাছরাঙার জাহাঙ্গীর আলম ইমরুল, এসএ টিভির আবু মুছা, বাংলা টিভির আরিফুর রহমান, ফেনীর সিনিয়র সাংবাদিক আবু তাহের, আতাউর সজল, আবদুল মোতালেব, নোয়াখালীর আবু নাসের মনজু, আকবর হোসেন সোহাগ ও সুমন ভৌমিক প্রমুখ আলোচনায় অংশ নেন।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,১০ জুলাই, ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur